স্টাফ রিপোর্টার
দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সবুজ সিলেটের জকিগঞ্জ প্রতিনিধি প্রভাষক আল মামুন ও মুমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আম্বিয়া খাতুন সীমার প্রথম সন্তান আল ইহসান একাডেমীর প্রি-নার্সারীর শিক্ষার্থী আল আদিব আব্দুল্লাহ’র পঞ্চম জন্ম দিন উপলক্ষ্যে গত সোমবার সকালে কেছরী মধ্যপাড়া জামে মসজিদে ও দুপুরে বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে জন্ম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলের আল আদিবের দাদী আছিয়া বেগম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আনিছুর রহমান, অ্যাডভোকেট কাওছার রশীদ বাহার, বিআরডিবি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন, প্রধান সহকারি মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক এনামুল হক মুন্না, প্রভাষক মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, এমরান আলী, মুমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগম, সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, সুমি রানী, সংগঠক মুছলেহ উদ্দিন সুহেল, দেলোয়ার হোসেন নজরুল, আল আদিবের চাচা নূরুল হক ও ফুফু ফাতেমা বেগম প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !