স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে মেঘনা লাইফ ইন্সুরেন্সের জকিগঞ্জ শাখা অফিস থেকে জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা দুইটায় পৌরশহরস্থ আল মজিদ শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ও জোনাল ইনচার্জ আফিয়া বেগম। জোনাল অফিসের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর তাহমিনা বেগম রাহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার জেএম আনোয়ার হোসেন। তিনি বলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের পেশাতে রয়েছে আত্মতৃপ্তি, সম্মান ও অর্থ উপার্জন। তিনি বলেন, ২০১৩ সালে মেঘনা লাইফের ৪৪৩ কোটি টাকা প্রিমিয়াম আয় হয়েছে। ভবিষ্যতে এ ধারা আরো বেগবান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি সকলকে মেঘনা লাইফের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান রোটারিয়ান রেজাউল করিম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ বদর উদ্দিন রাজা, সিলেটের জোনাল ্ইনচার্জ ও ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ আকবর আলী, খায়রুল ইসলাম জয়, সিলেটের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহতাব আহমদ, সিলেটের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মাওলানা আব্দুল আহাদ, পৌরসভার মহিলা কাউন্সিলর হোসনে জাহান রিনা, আটগ্রাম ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জকিগঞ্জের কো-অর্ডিনেটর হোসনে আরা বেগম চৌধুরী, শাহানারা বেগম, কুটু চন্দ্র দাস ও আব্দুল মন্নান জীবন প্রমূখ। অন্ষ্ঠুানে খলাদাপনিয়া গ্রামের মৃত মহী উদ্দিনের স্ত্রী খাজুর বেগমকে মৃত্যু দাবির ৮৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !