স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় সেরা হয়েছে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়। জানা যায়, এ বিদ্যালয় থেকে ৬৭ পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে কৃতিত্বে সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন জিপিএ-৫,২৯ পেয়েছে। বাকিদের মধ্যে ৩১ জন জিপিএ-এ, ৫ জন জিপিএ-এ মাইনাস, ১ জন বি ছাড়াও বাকিরা সি গ্রেড পেয়েছে। বিদ্যালয়টি প্রতি বছরের উপজেলার মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোফায়েল আহমদ চৌধুরী সকল শিক্ষক কর্মচারী,ছাত্র/ছাত্রী অভিভাবকবৃন্দ এলাকাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে এ ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !