সুষম উন্নয়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করা একান্ত প্রয়োজন। কেননা স্বাধীনতার পর থেকেই এদেশের উন্নয়ন কর্মকান্ডের সিংহভাগ প্রয়াস ও নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত। একটি এক কেন্দ্রীক সরকারের সব উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন, আর্থিক ব্যয় সবই কেন্দ্রিয় সরকারের অধীনে হয়ে আসছে। একই সাথে সরকারী প্রশাসনও কেন্দ্রিভূত। এর ফলে দেশের উন্নয়ন কার্য বিকেন্দ্রীকরণ করা হয়নি। এতে প্রশাসন ও উন্নয়ন সত্যিকার অর্থে ঢাকা এবং কতগুলো বড় শহর ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে ঢাকা শহরই হয়ে গেছে বাংলাদেশের সব ধরণের কাজের প্রাণকেন্দ্র। এতে দেশের বিভিন্ন অঞ্চল হয়েছে অবহেলিত। এজন্য আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি গ্রামের মানুষ শহরে জীবিকার তাগিদে নিজেদের আস্তানা গড়ে তুলেছে। শহরায়ন প্রতিরোধ করা যুক্তিসংগত নয়। তবে বাংলাদেশে যে হারে শহরায়ন হচ্ছে তার গতি অস্বাভাবিক দ্রুত। এতে গ্রাম ও শহরের দারিদ্র ব্যক্তিরা কেহই উন্নত জীবন যাত্রার স্বাদ পাচ্ছেন না। শহরের বিভিন্ন সেবার অপ্রতুলতা এবং মান রক্ষা করতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার, পৌরসভা ও সিটি করপোরেশনগুলো। গ্রামের জনগণ ছাড়াও সেখানকার অর্থ ও সম্পদ চলে আসছে শহরে। সুষম উন্নয়নের অভাব প্রকট হয়ে উঠেছে দেশের অধিক সংখ্যক জনপদে। তাই এখন প্রয়োজন স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়নকে বিকেন্দ্রীকরণ। যাতে শুধু বড় শহরই নয়, ছোট শহর বিশেষ করে গ্রামেও যেন অর্থনৈতিক কর্মকান্ড রক্ষা পায় এবং সবাই যেন উন্নয়নের ফসল ভোগ করতে পারে। বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ অতি দ্রুত দারিদ্র বিমোচন। আর এর একটি উল্লেখযোগ্য ও শক্তিশালী হাতিয়ার হচ্ছে স্থানীয় পর্যায়ে সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে উজ্জীবিত ও গতিশীল করা। একই সাথে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সেতু বন্ধন করা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !