..........ইকবাল আহমদ
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, সু-শিক্ষাই সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার। শিক্ষা ছাড়া সমাজের আলো ফুটানো সম্ভব নয়। আর শিক্ষার মূল চাবিকাটি হচ্ছে প্রাথমিক শিক্ষা। এজন্য প্রাথমিক শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিত্ত্ববানদের এগিয়ে আসা উচিত। নতুবা নতুন প্রজন্ম অদূর ভবিষ্যতে অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি সম্প্রতি মইয়াখালী পইল টু শাহগলি রাস্তা ও স্কুল পরিদর্শন উপলক্ষে পইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগমনে স্কুল কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এক সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পইল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অলি চৌধুরীর পরিচালনায় আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মুছব্বীর চৌধুরী, আলহাজ্ব নুরুল হক চৌধুরী, ডা. আব্দুন নুর, মাসুক আহমদ, প্রধান শিক্ষক হেলাল আহমদ, মঈন উদ্দিন, আব্দুল জলিল, হিফজুর রহমান, মুতি মিয়া, শমসের আলী, এম.এ. মান্নান, পুতুল আহমদ, রুহুল আমীন নান্নু, শরীফ আহমদ ও বদরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ইকবাল আহমদ পইল টু শাহগলী রাস্তা পরিদর্শন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !