..........মাহবুবুল হক হাজারী
স্টাফ রিপোর্টার
সিলেটর নবাগত জেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুল হক হাজারী বলেছেন, সোনার বংলা গড়তে দেশের উন্নত ও ভালো মানের সমিতি গুলোরমত সিলেটের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি লিঃ অনন্য ভূমিকা পালন করছে। তিনি বলেন আমি সিলেটে নতুন এলেও সোনার বাংলা সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনেক গুনগান শুনেছি। আমি আশা করছি এ সমিতির ব্যাবস্থাপনা পরিষদ ও কর্মকর্তা কর্মচারী মিলে সততা ও নিষ্টার সাথে দায়ীত্ব পালন করলে সময়ের ব্যবধানে আরো অনেক উন্নয়ন করা সম্ভব হবে। তিনি গত ২২ মে বৃহস্পতিবার জকিগঞ্জের সোনার বাংলা সমিতির পরিদর্শনকালে সমিতির সদস্যদের সাথে এক মত-বিনিময় সভায় এসব কথা গুলো বলেন। সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক অফিসার শাহজাহান মোঃ সেলিমের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাফরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মহবুবুর রহমান। বক্তব্য রাখেন ডাঃ হাজী জালাল উদ্দিন, আব্দুল কাদির, মুস্তাফিজুর রহমান, উপস্থিতি ছিলেন সমিতির পরিচালক মোঃ কুতুব উদ্দিন, আব্দুল মালিক মাহতাব, প্রধান নির্বাহী একলাছুর রহমান খান, সুমন আহমদ, নাসির উদ্দিন, বিদ্যুৎ বিশ্বাস, মাহমুদুর রহমান ও গিয়াস আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !