ডেস্ক রিপোর্ট
মে মাস থেকে ভোটার তালিকার হালনাগাদ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের মে থেকে ডিসেম্বর মধ্যে হালনাগাদের কাজ শেষ করতে চায় ইসি। ইসি কর্মকর্তারা জানান, তিন ধাপে ভোটার তালিকার হালনাগাদের কাজ শেষ করতে চান তারা। প্রথম ধাপে গ্রামাঞ্চল, দ্বিতীয় ধাপে মফস্বলাঞ্চল ও তৃতীয় ধাপে সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করা হবে। প্রতিবছর জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন হওয়ায় এ বছর হালনাগাদের কার্যক্রম দেরিতে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের এক সিনিয়র সহকারি সচিব বলেন, ইসি সচিবালয়ে পরিকল্পনাটি নিয়ে পর্যালোচনা চলছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগ পরিকল্পনাটিকে আরো বেশি কার্যকর করতে কাজ করছে। কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মে থেকে ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করা হবে। ভোটার তালিকা বিধিমালা সংশোধন করে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে এ কর্তৃত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত ওই বিধিমালা অনুযায়ী, কোন ব্যক্তি একই আসনের এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক আসন থেকে অন্য সংসদীয় আসনে তার ভোটার তালিকা স্থানান্তর করতে চাইলে, যে এলাকায় ভোটার হতে ইচ্ছুক সে এলাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। এক্ষেত্রে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা একটি শুনানি করে আবেদনের কারণ সম্পর্কে সন্তুষ্ট হলে ওই ব্যক্তির নাম নতুন এলাকায় অন্তর্ভূক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর আগে আবেদনকারিকে তার আগের ভোটার এলাকার তালিকা থেকে নাম কাটিয়ে নিতে হবে। পরিবর্তনে ইচ্ছুক ব্যক্তিকে আবেদন করতে হবে ইসির নির্দিষ্ট ফরম-১৩ এর মাধ্যমে। যা ইসির ওয়েব সাইট ছাড়াও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে। সংশোধিত এ বিধানটি ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর ২৬ বিধির ৭ ও ৮ নম্বর উপবিধি বিলুপ্ত করে প্রতিস্থাপিত করা হয়েছে। আগে শুনানির বিধান শুধু এক আসন থেকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের জন্য ছিলো। কিন্তু এখন থেকে যেখানেই ভোটার তালিকা পরিবর্তন করা হোক না কেন, আবেদনকারিকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে শুনানিতে অংশ নিতে হবে। এ সংশোধনের মাধ্যমে ইসি নির্ধারিত ফরম-১৪ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !