চেয়ারম্যান মিছবাহ জামান বরখাস্ত
স্টাফ রিপোর্টার
অবশেষে বরখাস্ত হলেন জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মিছবা জামান। জীবনে প্রথমবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতা ধরে পারেননি। জানা যায়, চেয়ারম্যান হিসেবে বছর খানেক পার হতে না হতেই নারী নির্যাতন, প্রতারণা, চেক ডিজনার মামলাসহ ৭টি মামলায় অভিযুক্ত হয়ে পড়েন চেয়ারম্যান মিছবা জামান। এতে চরম বিপাকে পড়েন তিনি। শুরু হয় আসামী হিসেবে তার আত্মগোপনের পালা। আত্মগোপনে থাকাবস্থায় তিনটি চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে ১৮মাসের কারাদন্ড ও ২৪লক্ষ টাকা জরিমানা প্রদান করে আদালত। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ২৬ অক্টোবর ডিবি পুলিশ সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার ৬ মাসের মাথায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। তাই এখন আর তিনি চেয়ারম্যান থাকতে পারছেন না। শীঘ্রই জকিগঞ্জ উপজেলা প্রশাসন বারহাল ইউনিয়নকে শূণ্য ঘোষণা করার জন্য ইসির নিকট আবেদন করবে। ইসি শূণ্য হিসেবে গেজেট প্রকাশ করলে এই ইউনিয়নে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান মিছবা জামানকে বরখাস্ত করা হয়েছে। তাই আমরা ইউনিয়নটি শূণ্য ঘোষণার জন্য ইসিতে আবেদন করবো। ইসি শূণ্য হিসেবে গেজেট প্রকাশ করলে আইন অনুযায়ী তিন মাসের মাথায় নির্বাচন হওয়ার কথা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !