জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সফল পৌর মেয়র ইকবাল আহমদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাওছার রশিদ বাহার পৌর বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ায় উপজেলা যুবদল নেতৃবৃন্দ অভিন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ রাজা মানিক, সহ-সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, আবুল কালাম, ছালিক আহমদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ মেম্বার, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, আব্দুল রউফ ময়নুল, সাহেদ আহমদ, আব্দুল কাদির মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ তাফাদার, এস এম মুন্না ও প্রচার সম্পাদক সুলেমান আহমদ চুনু বলেন, নবগঠিত কমিটির আহবায়কদ্বয়ের মাধ্যমে বিএনপি বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে। বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনকে শক্তিশালী করা হবে। উপজেলার সর্বত্র দলের কর্মী-সমর্থক আর শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ব্যাপক জনমত সৃষ্টি করে অত্যন্ত বলিষ্ট ও মজবুত সংগঠন করার উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি আহ্বায়কদ্বয়ের মাধ্যমে সৎ, নির্লোভ, নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক ব্যক্তিদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !