সিলেটে আন্তর্জাতিক মানের উচ্চতরদ্বীনি প্রতিষ্ঠানের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ মুফতি আব্দুল মুনতাকিম ও মাওঃ আব্দুর রব তত্বাবধানে ও যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগীতায় এই প্রথম সিলেটে আন্তর্জাতিক মানের উচ্চতর গবেণামূলক একটি দ্বীনি প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে। জানা যায়, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য আলেম তৈরীর মানসে জীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রী অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। “জামেয়াতুল খাইর আল ইসলামিয়্যাহ, সিলেট” নামক এই প্রতিষ্ঠান আগামী আরবী শাওয়াল মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে। সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে সোজা দক্ষিণ দিকে বুরহান উদ্দিন রোডের পার্শ্বে অবস্থিত সপরিসর আদনান মনজিলে প্রাথমিকভাবে ইফতা বিভাগ ও আরবী সাহিত্য বিভাগ নিয়ে ক্লাস চালু করবে প্রতিষ্ঠানটি। এই দু’টি বিষয়ের উপর দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম ক্লাস নেবেন। তন্মধ্যে ইফতা বিভাগে ঢাকার স্বনামধন্য আলেমে দ্বীন মুফতি মিযানুর রাহমান সাঈদ, আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি কেফায়াতুল্লাহ এবং আরবী সাহিত্য বিভাগে আল্লামা সুলতান যওক নাদভী, শায়খ ফুরকান উল্লাহ খলীল ছাহেব রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে জামেয়াতুল খাইরকে সিলেট এম.এ.জি.ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সুপ্রশস্ত তার নিজস্ব ভূমি গড়ে তোলা হবে। পাশাপাশি জীবনের বিভিন্ন অঙ্গনের ইসলামী করণ সম্পর্কে উলামায়ে কেরাম ও আধুনিক শিক্ষিতদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা পর্যায়ক্রমে করা হবে। এরই লক্ষ্যে গত ২২ মে বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিযাত হোটেলের কনফারেন্স রুমে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও তরুণ আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকতাদিরের উপস্থাপনায় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের প্রায় সব ক’টি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিসগণ উপস্থিত থেকে তাদের অভিমত তুলে ধরেন। শুধু তাই নয়, এই মতবিনিময় অনুষ্ঠানে সিলেটের আলেম-ওলামা ও বুদ্ধিজীবী ছাড়াও চট্রগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা শায়খ ফুরকান উল্লাহ খলীল ও ঢাকার আল্লামা সালমান নদভী উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !