স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের সহযোগিতায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক তামাকমুক্ত সিলেটের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত), উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, মেডিকেল অফিসার মাসুম আহমদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নূরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক অফিসার মোঃ আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, কালেরকন্ঠ প্রতিনিধি আল মামুন, সাংবাদিক এনামুল হক মুন্না, প্রকল্প অফিসার সিপা বেগম ও মিডিয়া অফিসার মুরাদ বক্স প্রমূখ। কমিটির সভাপতি ইউএনও টিটন খীসা বলেন, তামাকের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তামাকের পক্ষে লিফলেট, ছাতা, ব্যানার দিয়ে প্রচারণা বন্ধ করতে হবে। প্রতি মাসে মোবাইল কোর্টের মাধ্যমে জনসমাগম, পরিবহনে ধুমপান প্রতিহত করা হবে। স্ব-স্ব অবস্থান থেকে তামাক বিরোধী প্রচারণা চালাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !