স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কেছরী খলিকুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ শতক জায়গা উদ্ধার এবং বিদ্যালয়টি পুন:প্রতিষ্ঠার দাবীতে জকিগঞ্জের এম এ হক চত্ত্বরে গত ১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। কেছরী গ্রামের সাবেক ইউপি সদস্য ফুরকান আহমদ মুন্সির সভাপতিত্বে এবং সংগঠক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম.এ.জি. বাবর। বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন নজরুল, মুসলেহ উদ্দিন সুহেল, শাহান আহমদ, শরীফুজ্জজামান, রুবেল আহমদ, মাসুক আহমদ, নাজু আহমদ ও বাবুল আহমদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন-কেছরী গ্রামের জনৈক মজিবুর রহমান বিদ্যালয়ের জমিটি ভোগ দখল করছেন এবং তিনি জমি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। কেছরী এলাকার অন্তত ১৫ গ্রামের শিশুদের লেখাপড়ার স্বার্থে দ্রুত বিদ্যালয়টি চালু করতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !