
শ্রীকান্ত পাল
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রামের পাশ্ববর্তী নোয়াগ্রামের বহুল আলোচিত জোড়া খুনের ঘটনায় সম্প্রতি জকিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর বাড়ীর সীমানার বিরোধকে কেন্দ্র করে জমির আলীর ছেলে খসরু মিয়া ও চাচাতো ভাই মখলিছুর রহমানকে ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে কুঁপিয়ে নির্মমভাবে খুন করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ একই গ্রামের মৃত আব্দুল গণীর ৩ ছেলে শাহাদাত হোসেন (২৮), আমজাদ হোসেন (৩৫), আহমদ আলী (৫৫), আহমদ আলীর ছেলে গুলজার আহমদ (১৯), মৃত তৈমুছ আলীর ছেলে লালই (২৮), শাহাদাত হোসেনের স্ত্রী আফিয়া বেগম (২৫), আমজাদ হোসেনের স্ত্রী নাজমা বেগম (২২), মৃত মনির আলীর ছেলে ফয়জুল ইসলাম (৩৭), ফয়জুল ইসলামের স্ত্রী রাবিয়া বেগম (২৬), ডেমারগ্রামের মৃত নিমার আলীর ছেলে মাসুক আহমদ (৫৫), আটগ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে আলতা (৪০), মৃত তৈয়মুছ আলীর ছেলে আংকি মিয়া (৩৬) ও কানাইঘাট উপজেলার লাখাই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আজিজুর রহমান (৭২)কে অভিযুক্ত করে ২০৬ পৃষ্ঠার এ অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্ত আফিয়া বেগম, নাজমা বেগম, ফয়জুল ইসলাম ও রাবিয়া বেগমকে আটক করলেও বাকী ৯ জনই এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !