..........সাইয়েদ আসজাদ মাদানী
স্টাফ রিপোর্টার
ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে রাসুল (স.) আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী বলেছেন, পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ যার মাঝে কোন ভূল নেই। আর এই গ্রন্থটিই হচ্ছে আল ক্বোরআন। যার নির্দেশনা মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করলে পৃথিবীতে শান্তি চলে আসবে। তিনি বলেন, আল ক্বোরআন তেলাওয়াত করলে শয়তান কাছে আসতে পারেনা। যে বাড়িতে নিয়মিত ক্বোরআন তেলাওয়াত করা হয়, সে বাড়িতে শান্তি বিরাজ করে। আর যে বাড়িতে ক্বোরআন তেলাওয়াত করা হয় না, সে বাড়িতে শয়তান নিজেদের রাজ কায়েম করে। তাই প্রতিটি মানুষকে নিয়মিত ক্বোরআন তেলাওয়াত করতে হবে। একই সাথে আল-ক্বোরআনের রাজ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গত রোববার জকিগঞ্জ খাদিমুল ক্বোরআন পরিষদ আয়োজিত জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে তাফসিরুল ক্বোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ও মাওলানা আব্দুল মুছাব্বির আইয়রীর দু’টি অধিবেশনে পৃথক সভাপতিত্বে আয়োজিত মাহফিলে তাফসীর পেশ করেন খতিবে আযম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, দরগাহে হযরত শাহ জালাল (র.) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ ও জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান প্রমূখ। গোটা তাফসীর মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফয়জুল হাসান খাদিমানী ও হাফিজ মাওলানা জামিল আহমদ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !