জনগণের কল্যাণে নিজেকে উৎস্বর্গ করেছি
স্টাফ রিপোর্টার
সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক সু-পরিচিত নাম সেলিম উদ্দিন। তিনি দীর্ঘ দুই যুগ থেকে প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি তাঁর রয়েছে সীমাহীন ভালোবাসা। প্রবাস জীবনের শুরুতে তিনি রাজনীতিতে সক্রিয় না হলেও নব্বইয়ের দশকে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের হাত ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। সময়ে সময়ে জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারীর ভূমিকাও নিয়েছেন তিনি। এরই ফলশ্র“তিতে তিনি মাত্র কয়েক বছরের মাথায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন। পাশাপাশি সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া নাল বহর গ্রামে তার গ্রামের বাড়ি হলেও জাতীয় রাজনীতির সঙ্গে তিনি ছিলেন বেশী সম্পৃক্ত। এরপরও সিলেটের সঙ্গে তার যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন ছিল না। এবার তিনি প্রথমবারের মতো সিলেটের সীমান্তবর্তী আসন জকিগঞ্জ-কানাইঘাট থেকে এম.পি. নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর সাথে একান্ত আলাপচারিতায় তিনি খোলামেলা বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। নির্বাচন কেমন হলো এমন প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, চলতি বছরের ৫ জানুয়ারীর নির্বাচন অনেকটা কঠিন পরিস্থিতে অনুষ্ঠিত হয়। বিরোধীদল নির্বাচন প্রতিরোধ-প্রতিহত করার ডাক দেয়ায় সাধারণ মানুষের মধ্যে সীমাহীন আতংক ছিল। এরপরও দেশের বিভিন্ন আসনে মানুষ ভোট দিয়েছে। বিশেষ করে সিলেটে অনেকটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। যার দরুন আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। দশম জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাই সরকারের স্থায়িত্ব নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। এবিষয়ে আপনি কি মনে করেন? এমন প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন এমপি বলেন, দেশে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। এতে বিরোধীদল অংশ নেয়নি এটা তাদের বিষয়। এজন্য সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহ করার কোন অবকাশ নেই। আমি মনে করি, নির্বাচিত সরকার দেশ গঠনে নতুন করে কাজ শুরু করেছে আর এ কাজ আগামী ৫ বছর এই কাজ অব্যাহত থাকবে। নিজ আসনের বাহিরের একটি আসন থেকে নির্বাচিত হয়ে সে এলাকার মানুষের জন্য কতটুকু কাজ করবেন এমন প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, আমি কেবল সংসদ সদস্য নয়, আমার বড় পরিচয় আমি একজন জনগণের সেবক। আমি যেখানেই জনগণের জন্য কাজ করার সুযোগ পাবো সেখানেই কাজ করতে আগ্রহী। আমি একজন প্রবাসী হিসেবে বলতে পারি প্রবাস জীবনে আমরা গোটা বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে মনে করি। তাই গত সংসদ নির্বাচনে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি নিজ এলাকায় নির্বাচন না করে জকিগঞ্জ-কানাইঘাট আসন থেকে নির্বাচন করেছি। আমি মনে করি, জকিগঞ্জ-কানাইঘাট এখন আমার বাড়ী। জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উন্নয়নই আমার একমাত্র কাজ। জাপা চেয়ারম্যান এইচ.এম.এরশাদ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সেলিম উদ্দিন বলেন, তিনি আমাদের নিয়েই এখন সরকারে আছেন। এখানে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। জকিগঞ্জবাসীর উন্নয়নে আপনার কি কোন পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নে জবাবে সেলিম উদ্দিন বলেন, জকিগঞ্জকে আমি নিজের এলাকা মনে করি। তাই জকিগঞ্জের দুঃখ-কষ্ট মানে নিজের দুঃখ কষ্ট। নিজের দুঃখ কষ্ট থেকে উত্তরণে যেভাবে চেষ্টা করি ঠিক সেভাবে জকিগঞ্জের মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যা সমাধানে চেষ্ঠা চালিয়ে যাব। আমি ইতিমধ্যে জকিগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়েছি। নিজ চোঁখে সমস্যা ও সম্ভাবনা দেখেছি। শীঘ্রই তা চিহ্নিত করে সমাধানের চেষ্ঠা করবো।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !