স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ব্রাক্ষ্মন গ্রামের শফিক উদ্দিনের দায়েরকৃত জিআর ১৫৯/৯ এর মারামারি মামলায় সম্প্রতি ৪ জনকে সাজা প্রদান করেছেন সিনিয়র জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আকবর হোসেন। সর্বনিম্ন তিনমাস আর সর্বোচ্চ দেড় বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। আসামী ২৩ জনের মধ্যে আদালত ৪ জনকে সাজা দিয়ে বাকিদের বেকসুর খালাস দেন। সাজাপ্রাপ্তরা হলেন শিবেরচক গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের পুত্র আব্দুস শহীদ শেলি (৩০)কে দেড় বছর, একই গ্রামের আব্দুর রহমানের পুত্র হুসেন আহমদ (৩৫) কে ছয় মাস, মাখন মিয়ার পুত্র এনাম আহমদ (২৬)কে ছয় মাস এবং ময়না মিয়ার পুত্র আপ্তাব আহমদ (৩২)কে তিন মাস সশ্রম কারাদন্ড দেন আদালত। এদের মধ্যে আদালতে উপস্থিত আব্দুস শহীদ শেলিকে জেল হাজতে ও আপ্তাব আহমদকে জামিন দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অন্য দুজন পলাতক রয়েছেন। প্রসঙ্গত ২০০৯ সালে ব্রাক্ষ্মনগ্রামে মোবাইলে কথা বলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শফিক উদ্দিন (৫০) বাদি হয়ে বসতঘর ভাংচুর, মালামাল লুটপাট ও কয়েকজনকে মারপিটের অভিযোগ এনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। তৎকালিন তদন্তকারি কর্মকর্তা এসআই গিয়াস ২৩ জনকে অভিযুক্ত করে চার্জসিট আদালতে দাখিল করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !