স্টাফ রিপোর্টার
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান সহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে প্রতিকী অনশন কর্মসূচী পালন করে। অনশন শেষে মহাপরিচালক বরাবর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক সমিতি জকিগঞ্জের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব আব্দুল হালিম, বিভাগীয় প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ইমদাদুর রহমান, আব্দুল জব্বার, বদরুল ইসলাম, সদস্য কৌশিক শর্মা, পার্থ কুমার চন্দ, খালেদা বেগম, সনৎ কুমার রায, আছমা বেগম, হেলাল উদ্দিন, মিছবাহ উদ্দিন, আবুল হোসেন চৌধুরী, শিল্পী বালা বিশ্বাস, কয়ছর আহমদ, সুমী বেগম, আব্দুল আজিজ, আমিনুল ইসলাম, চঞ্চলা রাণী রায় ও জোসনা বেগম প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !