স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাসষ্টেশনের পার্শ্বে দোকান দখলকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়। তাদের বাঁধা দিলে হামলার শিকার হন খিলগ্রামের আওয়ামীলীগ নেতা আহমদুল হক চৌধুরী বেলাল ও তার স্ত্রী মহিলা আওয়ামীলীগ নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী। স্থানীয়রা জানান, গত ২৪ মে শনিবার দুপুরে খিলগ্রামের মাসুক আহমদ, শিপু আহমদ, টিপু আহমদ, মিটু আহমদসহ কয়েকজন লোক দোকান দখলের লক্ষে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা ৩টি দোকানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে জিনিষপত্র তছনছের পর বাহির ফেলে দেয়। এ সময় একটি দোকানে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি তারা ভেঙ্গে ফেলে। তাদের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডের প্রতিবাদ করলে আওয়ামীলীগ নেতা আহমদুল হক চৌধুরী বেলাল ও তার স্ত্রী মহিলা আওয়ামীলীগ নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরীর উপর অর্তকিত হামলা চালিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজনসহ ব্যবসায়ীরা প্রতিবাদ করলে দুস্কৃতিকারীরা ছটকে পড়ে। এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !