স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোমন উদ্দিন নমই (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ এপ্রিল বুধবার ভোর ৪ টায় ইন্তেকাল করেন। (ইন্না..........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ঐদিন বেলা ২ টায় কসকনকপুর ইউনিয়নের হাফজিয়া মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ শেষে হাতিডহর গ্রামের তার নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম এ জি বাবর, আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, ডা. আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমদ চৌধুরী আলম, আহমদ আল আলম, পূবালী ব্যাংক সিলেট এর আর.এম সিরাজুল ইসলাম চৌধুরী, ঠিকাদার বদরুল হক, আক্তার চৌধুরী রুবেল, মাহমুদ হোসেন তোফা ও মাস্টার মালেক আহমদ প্রমূখ। এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আনোয়ার হোসেন সোনাউল্লাহ ও ঠিকাদার রাখাল দে প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !