..........ইউএনও টিটন খীসা
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেছেন, জকিগঞ্জের অনেকে প্রবাসে থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ নিজ এলাকার উন্নয়নে অকাতরে বিলিয়ে দিচ্ছেন। এসকল প্রবাসীদের এক জ্বলন্ত উদাহরণ মাওলানা আব্দুর রব। তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের মসজিদ, থানা মসজিদ ও ইছামতি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একের পর এক সহযোগীতা করে যাচ্ছেন। মিডিয়ার কল্যাণেও তার মহৎ উদ্যোগ সংবাদকর্মীদের অনেক দূর এগিয়ে নেবে। তাই নিঃসন্দেহে বলা যায়, জকিগঞ্জের উন্নয়নে প্রবাসীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি গত ২৩ মে শুক্রবার জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামে নবনির্মিত শহীদ জমসেদ আলী তাপাদার ইসলামী একাডেমীর প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একাডেমীর পরিচালক মাওলানা নজমুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ ছমরুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন ও একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী। বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন, জাকির হোসেন, প্রিন্সিপাল মাওলানা বাহার উদ্দিন, হাজী তোবারক আলী, হাজী মুহিবুর রহমান, তৈয়বুর রহমান, মোঃ আব্দুর রহমান, হাসন আলী, মছমন আলী, নজরুল ইসলাম, শাহজাহান মোঃ সেলিম প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন এলাকার মুরব্বীয়ান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন একতা সঞ্চয় ঋনদান সমবায় সমিতি ও কসকনকপুর চতুরঙ্গ স্পোটিং ক্লাবের সভাপতি বদরুল ইসলাম। পরে মোনাজাত করেন ছাহেবজাদায়ে মামরখানী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !