..........ইকবাল আহমদ
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, শ্রমিকের ঘামের বিনিময়ে আমরা এগিয়ে যাচ্ছি। শ্রমিকরা নিরলসভাবে কাজ না করলে কোন দেশই এগিয়ে যাওয়া সম্ভব নয়। কেননা শ্রমিকরাই দেশের প্রধান শক্তি। এরপরও আজ আমাদের দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ঢাকার রানা প্লাজা ধ্বসের এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আহত শ্রমিকরা সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগীতা পাচ্ছে না। নিহতদের পরিবার আজ বাকরুদ্ধ। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সরকারকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানান। গত ১লা মে আর্ন্তজাতিক শ্রম দিবস উপলক্ষে জকিগঞ্জ পৌর শহরে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র্যালী পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিএনজি শ্রমিক ইউনিয়ন জকিগঞ্জ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ফেডারেশনের পৌর সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় আয়োজিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সারওয়ার হোসাইন ও উপজেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন ফেডারেশনের পৌর যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, আব্দুল কাদির, বুরহান আহমদ, সব্বির আহমদ, কালন মিয়া, আজির আহমদ, খছরু আহমদ, আব্দুল কাইয়ুম, কাসিম আহমদ, আনোয়ার হোসেন ও জুনেদ আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !