স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে এবং সংগঠনকে গতিশীল করার স্বার্থে জকিগঞ্জ উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির আহবায়ক করা হয়েছে জকিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আহমদকে এবং ১৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটির আহবায়ক করা হয়েছে বিশিষ্ট আইনজীবি এডভোকেট কাওছার রশীদ বাহারকে। জানা যায়, ব্যাপক আলোচনা ও পর্যালোচনার পর গত ২ মে শুক্রবার সিলেট নগরীর একটি রেষ্টুরেন্টে সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম. নুরুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়কবৃন্দের নিয়ে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে উভয় আহবায়কের নাম পাওয়া গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাওয়া যায়নি। উক্ত সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, এই আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের সম্মেলন সমাপ্ত করে উপজেলা এবং পৌর সম্মেলনের আয়োজন করতে হবে। এছাড়া উপজেলা ও পৌর শাখার অর্ন্তগত সকল স্তরের নেতাকর্মীকে উক্ত কমিটিকে সহযোগীতার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার লক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !