স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের নওয়াগ্রামের দিনমজুর কামাল আহমদের আট বছরের শিশুপুত্র মুন্না বিদ্যুতের লাইনে জড়িয়ে মর্মান্তিকভাবে নিহত হয়। স্থানীয়রা জানান, গত ৯ মে শুক্রবার সন্ধায় দিনমজুর বাবা কাজে থাকায় শিশুপুত্র মুন্না গরু খুঁজতে বের হয়। উত্তরকুল মিনাপাড়া গ্রামের কাছে বটিউরা হাওরে বিদ্যুতের সাইড লাইনে পা স্পর্শ হলে ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে এলাকাবাসী ছেলেটির লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের প্রতি স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর চরম অবহেলার দরুন শিশুটি মারা যায়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !