স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে এক অজ্ঞাত মহিলা গত ৫ মে সোমবার বেলা আড়াইটার দিকে ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে রাখেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় এক মাস থেকে ৪০ বছর বয়স্ক একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাজারে সব সময় দেখা যেত। ঐ মহিলাটিকে ট্রাক চাঁপা দিয়ে একেবারে পিষ্ট করে দেয়। তবে মৃত মহিলার পূর্ণ পরিচয় কারো জানা নেই। জকিগঞ্জ থানার ওসি জমসেদ আলম জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক জব্ধ করা হয়েছে। মামলা দায়ের করা হবে। আর মহিলাটিকে বেওয়ারিশ লাশ হিসেবে সিলেটে দাফন করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !