স্টাফ রিপোর্টার
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩০তম বৃত্তি বিতরণী অনুষ্ঠান গত ১৯ এপ্রিল শনিবার জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয়েছে। ট্রাস্টভূক্ত অঞ্চলের শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে ৮ অঞ্চলের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৬৩০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ১০ হাজার ৩০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। এর আগে জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, গুরুসদয় স্কুল এন্ড কলেজ, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন, গোলাম মোস্তুফা চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে বৃত্তি বিতরণ করা হয়। শনিবার শেষ দিনে বৃত্তি বিরতণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মইজ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার। ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক চেয়ারম্যান ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ইউএনও তারেক মোঃ জাকারিয়া, ওসি জামশেদ আলম, জেলা আওয়ামীলীগ নেতা লোকমান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রধান শিক্ষক আজির উদ্দিন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক মাজেদ আহমদ চঞ্চল, ট্রাস্টি মোঃ খায়রুল আলম, প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল হালিম, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, হেলাল আহমদ লস্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজু ইবনে হান্নান খান, মোস্তাক আহমদ মছনু, কৃতি শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করে কানিজ ফাতেমা আহমদ, হেনা বেগম, নাইমা আক্তার নোভা, আলী আহমদ, রাশেদ আহমদ ও সানজিদা সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে অবসরে যাওয়া ৩ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে। ট্রাস্টভূক্ত অঞ্চলের মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত গরীব শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহে ২০১৪ সনে ২ লক্ষ টাকা বিদ্যালয় ভিত্তিক বিতরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !