মেহদী হেলাল
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ১২৫ বছর বয়স্কা মাহমুদা বিবিকে অবশেষে নিজ উদ্যোগে বয়স্ক ভাতা দিলেন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর। গত বছরে কয়েকটি পত্রিকায় “শতাধিকবর্ষী মাহমুদা কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাবেন?” শিরোণামে খবর ছাপা হলে নজরে আসে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুরের। পরে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সহযোগীতা নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাসের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় মাহমুদা বিবিকে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করেন। সম্প্রতি চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর নিজ হাতে মাহমুদা বিবির নিকট বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। কার্ড পাওয়ার পর মাহমুদা বিবি প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন- ‘কত মেম্বার চেয়ারম্যান আইলা গেলা কেও আমারে বয়স্ক ভাতার কার্ড দিছইন না, ইবার আমরার রশীদ চেয়ারম্যানে দিছইন আল্লায় তান ভালা করউক’।
উল্লেখ্য যে, ১২৫ বছর বয়স্কা মাহমুদা বিবির স্বামী ও সন্তানাধি না থাকায় মানবেতর জীবন যাপন করে আসছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !