স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা প্রশাসনে ২১৪ টি কর্মকর্তা-কর্মচারীর সরকারী পদ শূণ্য হওয়ায় প্রশাসনিক কর্মকান্ডে চরম স্থবিরতা বিরাজ করছে। উপজেলা প্রশাসনে ৯৬৬টি সরকারি পদের মধ্যে ২১৪টি পদই কর্মকর্তা-কর্মচারী শূন্য। শুধু ১ম শ্রেণীর কর্মকর্তার ৪৯টি পদের মধ্যে ১২টি পদই শূন্য রয়েছে। উপজেলা মেডিকেল অফিসারের ৫টি পদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ ১ম শ্রেণীর পদগুলো দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ২য় শ্রেণীর ১৭টি পদের মধ্যে ৮টি পদই শূন্য রয়েছে। সহকারী শিক্ষা অফিসারের ২টি পদ, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মতো পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৩য় শ্রেণীর ৭৬২টি পদের মধ্যে ১৫০টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৪র্থ শ্রেণীর ১৩৮টি পদের মধ্যে ৪৫ টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের ৯৬৬টি পদের মধ্যে ২১৪টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলা প্রশাসনের সরকারী শূন্য পদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, জকিগঞ্জ উপজেলা প্রশাসনের সরকারী শূন্য পদগুলো পূরনের নিমিত্তে ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !