.......... বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মানুষ দুনিয়ায় থাকাবস্থায় যত বেশী ভাল কাজ করবে তার প্রতিদান মৃত্যুর পরে পাবে। এজন্য সবাইকে দুনিয়ার জীবনে ভালো কাজ করে যেতে হবে। নতুবা পরকালে শাস্তি ভোগ করতে হবে। তিনি বলেন, মরহুম ফখরুদ্দিন মেম্বার ও আব্দুল হান্নান হানই মিয়া সমাজের জন্য কিছু ভালো কাজ করে গেছেন বলেই আজ মানুষ তাদের স্মরণ করছে। তিনি আরও বলেন, যারা মানুষের উপকার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মানুষ স্মরণ করে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি, মৃত্যুর পর মানুষ যাদের স্মরণ করে তারাই নতুন প্রজন্মের মডেল। তাদের জীবন অনুস্মরণ করলে নিজেদের মানুষ হিসেবে গড়ে তুলা সম্ভব। তিনি গত ২৭ এপ্রিল রোববার বিকালে জকিগঞ্জের চৌধুরী বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রবীন আওয়ামীলীগ নেতা ফখরুদ্দিন মেম্বার ও আব্দুল হান্নান হানই মিয়ার মৃত্যুতে আয়োজিত এক বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মেহদী হেলালের পরিচালনায় আয়োজিত শোক সভার সার্বিক তত্বাবধানে ছিলেন আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশিদ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা আলী হোসেন কাজল। বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল খয়ের চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, কৃষকলীগ নেতা আলতাফুর রহমান আলতা, সেচ্ছাসেবকলীগ নেতা ডা. হোসেন রাজা ফারুকী, ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের ও বাবর চৌধুরী। এছাড়া মরহুম ফখররুদ্দিন মেম্বারের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ছাদিকুর রহমান (কাজল) ও মরহুম আব্দুল হান্নান হানই মিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন হাফিজ সাকির আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মখলিছুর রহমান মেখন, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, ইউপি সদস্য আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ আব্দুল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জকিগঞ্জ উপজেলা সভাপতি নুরুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা শিহাবুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাবেদ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আব্দুল হালিম (আলী) ও আব্দুস শহিদ প্রমূখ।
এদিকে উক্ত শোক সভায় উপরোক্ত ব্যক্তিদ্বয় ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাতে কামনায় ও জকিগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন সোনাউল্লাহ’র রোগমুক্তি জন্য দোয়া পরিচালনা করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !