..........উপজেলা ছাত্রশিবির
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারীকে পুলিশ কর্তৃক নির্মমভাবে গুলি করে হত্যা ও নেতা কর্মীদের ওপর বেপরোয়া গুলিবর্ষনের প্রতিবাদে খুনি পুলিশদের শাস্তির দাবিতে গত ২৯ এপ্রিল মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা উত্তর সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং মানিকপুর ইউপি শিবির সভাপতি আফজল হোসেন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকপুর ইউপি জামায়াত সেক্রেটারী জোবায়ের আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি মিসবাহুল ইসলাম। এসময় বক্তারা বলেন অন্যান্য স্থানের মতো জকিগঞ্জের জনগণও আওয়ামীলীগকে ঘৃনাভরে প্রত্যাখান করেছে। আর তার প্রতিশোধ নিতে কাপুরুষের মতো পুলিশকে নিরীহ ছাত্রজনতার উপর লেলিয়ে দিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। জনবিচ্ছিন্নতার কারণে আওয়ামী সরকার উন্মাদ হয়ে হিংস্র হায়েনার মতো আচরণ করেছে। এসময় আরোও উপস্থিত ছিলেন আবু সাকানাত, দেলওয়ার লস্কর, সাজু আহমদ ও হাফিজ আবিদুর রহমান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !