..........মুহাম্মদ মুনতাসির আলী
স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মুনতাসির আলী বলেছেন, খেলাফত মজলিস এদেশে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের কর্মীরা ক্ষমতা লাভের জন্য রাজনীতি করেনা। তবে দ্বীনের স্বার্থে খেলাফত মজলিস কর্মীরা ক্ষমতা লাভে ইচ্ছুক। তারা চায় এদেশে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে। তিনি বলেন, এদেশের মজলুম মানুষকে জালিমের হাত থেকে রক্ষা করতে খেলাফত মজলিস কর্মীদের আরোও এগিয়ে আসতে হবে। সংগঠনের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে হবে। জকিগঞ্জের প্রতিটি ওয়ার্ডে খেলাফত মজলিসের দূর্গ গড়ে তুলতে হবে। তিনি গত ২৮ এপ্রিল সোমবার বিকালে জকিগঞ্জ পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল গফুর। উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও পৌর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক অধ্যাপক এনামুল হাসান ছাবির, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা সৈয়দ আলী আসগর, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী খেলাফত মজলিস নেতা মুহাম্মদুল্লাহ বুলবুল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওলানা শামসুদ্দিন মু. ইলিয়াছ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান ও সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহিউদ্দিন। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ুম, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, হাজী বুরহান উদ্দিন চেয়ারম্যান, মাওলানা আব্দুস সবুর, মাষ্টার নামওয়ারুল ইসলাম, আমান উদ্দিন, পৌর খেলাফত মজলিসের মাওলানা আবুল কালাম, কসকনকপুর ইউনিয়ন সভাপতি ক্বারী মাওলানা আব্দুল জলিল, বিরশ্রী ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সেক্রেটারী হাফিজ মোস্তাক আহমদ, কাজলসার ইউনিয়ন সভাপতি মাওলানা ফারুক আহমদ, খলাছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল বাছিত, সেক্রেটারী শাহীন আহমদ, জকিগঞ্জ ইউনিয়ন সভাপতি ফজলুর রহমান বাবুল, সুলতান পুর ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারী শাহজাহান মোঃ সেলিম, বারঠাকুরী ইউনিয়ন সেক্রেটারী মাওলানা কামাল আহমদ খান, মানিকপুর ইউনিয়ন থেকে হাফিজ আছলাম হোসেন, সাবেক ছাত্রনেতা মাওলানা জামাল উদ্দিন, ছাত্র মজলিস নেতা গোলাম কিবরিয়া ও জাবের আল হাসান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !