
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের সোনার বাংলা বহুমুখী সমব্য়া সমিতি লি: এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত সংগঠক ব্যবসায়ী জাফরুল ইসলামের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে গত ১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জমশেদ আলম বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। অনুলিপির কপি দেওয়া হয় সিলেটের ডিআইজি ও পুলিশ সুপারকে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাফরুল ইসলাম, একজন সমাজসেবক, যুব সংগঠক ও জনহিতৈষী ব্যবসায়ী। তিনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না থাকা সত্বেও সম্প্রতি জামায়াত-পুলিশের সংঘর্ষের পর তাকে মামলায় জড়ানো হয়েছে। যা দুঃখজনক। অবিলম্বে তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয়। শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে এলাকার মুরব্বী, যুবক, বাজারের ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ফয়জুল হক চৌধুরী বরই মিয়া, পৌর কাউন্সিলর মোস্তাক আহমদ, ফারুক আহমদ, এম.এ.হাফিজ বকুল, আব্দুল মালিক মলিক, ছয়ফুর রহমান, নূরুল ইসলাম খান, ফুরকান আহমদ মুন্সী মেম্বার, লবিবুর রহমান মুক্তা, হাজী জিল্লুর রহমান, হাজী আব্দুল করিম, দেলোয়ার হোসেন নজরুল, মখলিছুর রহমান, আব্দুল আজিজ বটল, হাফিজ আশরাফ আলী, বসির আলী, হাজী আব্দুর রাজ্জাক, হোসেন আহমদ বছলসহ প্রায় কয়েক শতাধিক মানুষ। অফিসার ইনচার্জ জামশেদ আলম এলাকাবাসীর কথা ধৈর্য্যসহকারে শুনে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে জকিগঞ্জে জামায়াত পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির এমডি বিশিষ্ট ব্যবসায়ী জাফরুল ইসলামকে আসামী করায় সোনার বাংলার কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় সমবায়ী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ সুশীলসমাজ এর নিন্দা জানিয়ে মামলা থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন। এ ঘটনায় জকিগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাই, জকিগঞ্জ টাউন ক্লাব সহসভাপতি বদরুল হক খসরু, এম.এ.জি বাবর, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, পরিচালক এনামুল হক মুন্না, ডা. জামাল উদ্দিন খান, আব্দুল গণি, আলাউদ্দিন তাপাদার, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান, দেলোয়ার হোসেন নজরুল, জামাল উদ্দিন, আব্দুল কাদির, কুতুব উদ্দিন, শাহজাহান সেলিম ও আল মামুন প্রমুখ নিন্দা জানিয়ে মামলা থেকে তার অব্যাহতি দাবী করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !