স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, উপজেলাবাসী আমাকে বিপূল ভোটে নির্বাচিত করে তাদের খাদিম হিসেবে উপজেলা পরিষদে পাঠিয়েছে। আমি মানুষের এই ঋণ কোন দিন পরিশোধ করার নয়। তবে এই উপজেলার মানুষের উন্নয়নের জন্য আমার আপ্রাণ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আপনারা নির্বিঘেœ লিখুন। আমি অপরাধ করলে তা পত্রিকায় তুলে ধরুন। এক্ষেত্রে আমি আপনাদের সহযোগীতা করবো। কেননা সংবাদপত্র দেশ ও জাতির দর্পন। একটি ভালো সংবাদপত্রই পারে সমাজের পরিবর্তন আনতে। তিনি গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ বলেন, জনগণ স্বতস্ফুর্ত ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালনে সর্ব মহলের সহযোগীতা প্রয়োজন। আমি এ উপজেলাবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বেগম বলেন, জকিগঞ্জের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে যা কোন দিন ভূলার নয়। তাই আপনারা আমাকে সহযোগীতা করুন আমি আপনাদের কাজ করতে চায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশিদ বাহাদুর, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান ও জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) মোঃ ইউনুছ মিয়া। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত অফিসারবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দের নিকট তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, পূবালী ব্যংকের সাবেক ডিজিএম আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খয়ের চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, সাংবাদিক এখলাছুর রহমান, এনামুল হক মুন্না, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, ইউপি সদস্য হাসান আহমদ ও তরুণ সমাজসেবী আতিকুর রহমান মনি প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !