স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সেলিম উদ্দিন। গত ১২ এপ্রিল শনিবার দিনভর তিনি নদীভাঙনের শিকার জকিগঞ্জ উপজেলার বারজনি, মানিকপুর, রারাই ও হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় এমপি সেলিম উদ্দিন বলেন-সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জের মানুষ প্রতিবছর সুরমা ও কুশিয়ারার ভাঙনের শিকার হচ্ছেন। এতে এই জনপদ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভাঙনের কারণে অনেককে ভিটেমাটি হারাতে হচ্ছে। জকিগঞ্জবাসীর এই সমস্যাকে নিজের সমস্যা মনেকরে এখন থেকে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেব। নদী ভাঙনরোধে যা যা করা দরকার জকিগঞ্জের মানুষকে সাথে নিয়ে তা করব। এসময় সংসদ সদস্য সেলিম উদ্দিনের সাথে ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এদিকে ঐদিন সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও জকিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্ঠা জামাল উদ্দিন লস্করের পরিচালনায় আয়োজি সংর্বধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি নেতা আবুল কাশেম মন্টু, সাহেদ আহমদ, মর্তুজা আহমদ চৌধুরী ও হেলাল উদ্দিন লস্কর প্রমূখ। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাল উদ্দিন লস্কর, আব্দুল মুকিত লস্কর, এখলাছুর রহমান মিরাশী প্রমূখ। এলাকাবাসী পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য কে নদী ভাংগন, রাস্তা সংস্কার, বিদ্যুৎতায়নের দাবী সহ বিভিন্ন দাবী জানালে তিনি তাহা জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এছাড়া ঐদিন সাংসদ সেলিম উদ্দিন ইছামতি ডিগ্রি কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইছামতি ডিগ্রি কলেজে একটি নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়। জবাবে সাংসদ নতুন ভবন করে দেয়ারও আশ্বাস দেন। এর আগে এমপি সেলিম উপজেলার বারঠাকুরীতে একটি ব্রিজের উদ্বোধন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !